News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৫, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৭ জানুয়ারি ২০২০

সংকট সমাধানে খালেদার তিন শর্ত

সংকট সমাধানে খালেদার তিন শর্ত

ঢাকা: যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি বিরাজমান সমস্যা সমাধানে তিন শর্ত দিয়েছেন তিনি।

শর্তগুলো হচ্ছে- ১. জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনের উদ্দেশ্যে সারাদেশে যে সব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পুলিশী ও যৌথবাহিনীর হয়রানি বন্ধ করতে হবে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।

২. সভা-সমাবেশ-মিছিলসহ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. সবার কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে সবার অংশগ্রহণে অনতিবিলম্বে জাতীয় সংসদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আয়োজন করতে হবে।

এই শর্ত আরোপ করে খালেদা জিয়া বলেন, “আমাদের বিশ্বাস, এই প্রক্রিয়াতেই আমরা সমস্যা সমাধানের পথে এগিয়ে যেতে পারবো। আন্দোলনকে দ্রুত নিয়ে আসতে পারবো শান্তিপূর্ণ সমঝোতার পথে।”

শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ১৯ জানুয়ারি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন তিনি।

গত ৩ জানুয়ারি থেকে এখানেই অবস্থান করছেন খালেদা জিয়া। প্রথমে অবরুদ্ধ করা হলেও পরে স্বেচ্ছায় এখানে অবস্থান করছেন তিনি। খালেদা জিয়া ছাড়াও দলের কয়েকজন নেতাকর্মী এবং অফিস স্টাফ সেখানে অবস্থান করছেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়