সঙ্কটের স্রষ্টা আ.লীগ ও শেখ হাসিনা
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, একটি শান্তিময় সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক স্বদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশ এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ সঙ্কটের স্রষ্টা আ.লীগ ও শেখ হাসিনা।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “কোনো দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ সম্ভব নয়। ক্ষমতাকে পাকাপোক্ত করার উদগ্র বাসনায় হাসিনার সরকার সমগ্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।”
প্রয়োগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটিগুলিও সংশোধনের সুযোগ ছিলো উল্লেখ করে খালেদা বলেন, “আ.লীগ তা না করে একতরফা তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এ লক্ষ্যে পঞ্চদশ সংশোধনী পাশ করেছে তাতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পন্থা বাতিল করে দিয়েছে। সঙ্কটের উৎস সেখানেই।”
৫ জানুয়ারি এক নির্লজ্জ প্রহসনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের নামও মুছে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম