News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ৭ জুন ২০২০
আপডেট: ০৬:৫১, ১০ জুন ২০২০

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাসিম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কণক কান্তি বড়ুয়া।
রোববার দুপুরে তিনি একটি ইংরেজি দৈনিককে এ কথা জানান।
কণক কান্তি বড়ুয়া বলেন, “মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ডিপ কোমায় আছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়। শুক্রবার সকালে ব্রেইন হ্যামারেজ হলে ওই হাসপাতালেই তার অস্ত্রোপচার হয়। শনিবার রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে কণক কান্তি বড়ুয়া জানিয়েছিলেন, “মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়