গণপরিবহন চালু করা যেন মৃত্যুর মিছিলকেই আলিঙ্গন করা: রিজভী
অফিস, আদালত এবং গণপরিবহন পুনরায় চালুর সরকারি পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বিএনপি বলছে, এটি করোনাভাইরাস প্রাদুর্ভাবকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অফিস-আদালত, গণপরিবহন চালু করা যেন মৃত্যুর মিছিলকেই আলিঙ্গন করা। মানুষের জীবন বাঁচাতে যখন লকডাউন, আইসোলেশন ও ঘরবন্দী থাকার কথা তখনই মৃত্যুদূত করোনাকে আমন্ত্রণ জানাতে জানালা-দরজা খুলে দিয়েছে সরকার।’
শুক্রবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যেভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে তা দেশের মানুষের জন্য বিপদ ডেকে আনবে।
লকডাউন প্রত্যাহারের সাথে সাথে কারাগার এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো করোনাভাইরাস সংক্রমণের হটস্পটে পরিণত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপি নেতা অভিযোগ করেন, দেশ-বিদেশের বিশেজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে সরকার লকডাউন তুলে দিয়ে সবকিছু খুলে দিচ্ছে।
তিনি বলেন, চারদিকে নিঃস্ব মানুষের হাহাকার, বিপন্ন মানুষের আর্তনাদ। মানুষ চিকিৎসার অভাবে এক কঠিন সময় পার করছে।
রিজভী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও সরকার বিএনপি নেতা-কর্মীদের গুম অথবা ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার করছে।
তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় সরকারের ব্যর্থতা এবং জনগণের বাকস্বাধীনতা নিয়ে কথা বলছেন তাদের দমন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হিড়িক চলছে।
রিজভী বলেন, গত দুই মাসে ভিন্ন মতামত প্রকাশ করায় প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক এবং অনলাইন এক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএস