News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৭ জানুয়ারি ২০২০

খুলনায় বিএনপি কার্যালয়ে দেড় মাস ধরে তালা

খুলনায় বিএনপি কার্যালয়ে দেড় মাস ধরে তালা

খুলনা: খুলনা জেলা ও মহানগর বিএনপির কার্যালয় গত দেড় মাস(৩০ জানুয়ারি থেকে) ধরে তালাবদ্ধ রয়েছে। তালাবদ্ধ থাকায় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে যেতে পারছেন না। বিএনপির দাবি, পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। অপরদিকে পুলিশের বক্তব্য দলীয় নেতারা কার্যালয়ে আসেন না।  

গত দেড় মাস খুলনার রাজপথে বিএনপি তথা ২০ দলীয় জোটের কোনো কর্মসূচি পালন হচ্ছে না। শুধু সংবাদ বিজ্ঞপ্তির মধ্যদিয়ে তাদের কর্মসূচি পালনের ঘোষণা আসছে। এমনকি শীর্ষ নেতাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলন কর্মসূচিতে নেতাদের অনেকেরই এখন দেখা নেই।

গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়। টানা অবরোধের পাশাপাশি বিভিন্ন সময়ে চলছে হরতাল। এ অবস্থায় খুলনায় অবরোধের প্রাথমিক পর্যায়ে বেশ কিছুদিন বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে খুলনা বিএনপি আঞ্চলিক হরতালও আহ্বান করছে। তবে তাদেরকে রাজপথে তেমন একটা দেখা যাচ্ছে না।

গত ৩০ জানুয়ারি চলমান রাজনৈতিক কর্মসূচিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্র থেকে একাধিকবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হলেও তা নগরীতে পালিত হয়নি।

নগর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এহতেশামূল হক শাওন নিউজবাংলাদেশকে বলেন, অনেকে জেলখানায়, অনেকে মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়ের সান্নিধ্য ছেড়ে গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন।’

তিনি বলেন, ‘২০দলীয় জোট নেতাকর্মীদের নামে গত দুমাসে মামলা হয়েছে অন্তত ৪০। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় পাঁচহাজার নেতাকর্মীকে।

মহানগর বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু নিউজবাংলাদেশকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয়েই তালা দেয়া হয়নি। ২০ দলীয় জোট নেতারাই তাদের কার্যালয়ে আসেন না। নগরীতে হরতাল অবরোধের নামে বিএনপি তথা ২০ দলীয় জোট নাশকতা সৃষ্টি করছে। এ যাবৎ ( গত দুমাস) নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়