News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিনকে আটকের অভিযোগ বিএনপির

সালাহ উদ্দিনকে আটকের অভিযোগ বিএনপির

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে বলে দাবি করছে বিএনপি।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি করেন।

বিবৃতিতে নজরুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি যে গত রাত ১০টার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০/৩০ জনের একটি দল সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে। একই সাথে বাসায় কর্মরত একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তার ও পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।”

এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদও সালাহ উদ্দিনকে তুলে নেয়ার অভিযোগ করেন। হাসিনা আহমেদ জানান, “উত্তরার একটি বাসা থেকে মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটের দিকে তাকে (সালাহউদ্দিন আহমেদ) তুলে নেয়া হয়।”

উল্লেখ্য, দলের আরেক যুগ্ম-মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পর আত্মগোপনে থেকে সালাহউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দিতেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়