‘দেশে গণতন্ত্র, ন্যায়বিচার বলে কিছু নেই’
ঢাকা: বর্তমান অবৈধ সরকার গুম, খুন হত্যা করা এবং মামলা দিয়ে হয়রানি করা ছাড়া আর কিছুই পারে না। দেশে বর্তমানে গণতন্ত্র বলতে কিছুই নেই। এই সরকার মানুষ ধরে নিয়ে বিনা বিচারে হত্যা করেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট উত্তরণ, গণতন্ত্রের উত্তরণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট শওকত মামুন বলেন, “এই সরকার ফ্যাসিবাদী সরকার। কিছু শিল্পী ফ্যাসিবাদী সরকারের পক্ষে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে গিয়ে নাশকতা চালিয়েছে। যে শিল্পীরা ফ্যাসিবাদের গান গায় তাদেরকে একদিন জবাব দিতে হবে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা গাজী, জাসাদ প্রেসিডেন্ট এম এ মালেক, কণ্ঠশিল্পী মনির খান, হাসান চৌধুরী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম
নিউজবাংলাদেশ.কম