খালেদাকে চিকিৎসক এমপিদের স্মারকলিপি
ঢাকা: বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসক সংসদ সদস্যরা। একই দাবিতে তারা গুলশান কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধ দেয়। পরে খালেদা জিয়ার কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয়া হয়।
বুধবার দুপুর ১২টার দিকে বনানী মাঠে তারা এ কর্মসূচি পালন করেন।
তাদের এ কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের প্রায় তিনশ নেতাকর্মী অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যেতে চাইলে বনানী মাঠের কাছে পুলিশ তাদের আটকে দেয়।
এরপর সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতের নেতৃত্বে ১০ সদস্যর একটি প্রতিনিধি দল গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি পৌঁছে দেন। বিএনপির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান।
এর আগে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিব মিল্লাত বলেন, ‘বেগম খালেদা জিয়া পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। বোমা মেরে ছাত্রছাত্রী, শিক্ষক, গাড়ির চালক, হেলপার হত্যা করছে। তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারা খেটে খায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশে কোথাও হরতাল হচ্ছে না। শুধু মানুষ হত্যা চলছে। খালেদা জিয়া যদি মানুষ হত্যা বন্ধ না করে তাহলে আমরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ নিয়ে তার কার্যালয়ের সামনে অবস্থান করব।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা চিকিৎসক সমাজ মাঠে নেমেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন খালেদা জিয়া। আপনার সঙ্গে জনগণ নেই। আপনার হরতাল-অবরোধ কেউ চায় না।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মানুষ হত্যার জন্য আপনার বিচার হবে। আপনি রাজনীতি করতে চাইলে মানুষকে নিয়ে করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজনীতি করতে পারবেন না। আপনি জনগণকে হত্যা করে দাবি আদায় করতে পারবেন না। হত্যা বন্ধ করুন।’
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ডা. মো. ইউনুস আলী সরকার,
সেলিনা বেগমসহ অনেকে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম