খালেদা সুস্থ, সঙ্গীরা কয়েকজন অসুস্থ
ঢাকা: অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো অর্ডিনেটর অধ্যাপক মুজিবুর রহমান ভূইয়া বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যালয়ে অবস্থানরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’
গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হয়ে একথা জানান তিনি।
এর আগে রাত ৯টা ৪০ মিনিটে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশান কার্যালয়ে আসেন তিনি। এরপর রাত সোয়া ১০টার দিকে বের হন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে থাকা চার-পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
এর আগে গুলশান কার্যালয় থেকে বের হয়ে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তার কথা জানান তার আইনজীবী অ্যাডভোকেট নিতাই চন্দ্র।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর প্রফেসর মুজিব ম্যাডামের (খালেদা জিয়ার) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিতই গুলশানে আসেন। তার আসা নতুন কোনো বিষয় নয়। এর আগেও তিনি বেশ কয়েকবার এসেছিলেন।’
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গুলশান কার্যালয়ে প্রতিদিনের মতো অফিস করতে এসে পুলিশি বাধায় বের হতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এর পর থেকে এখানেই অবস্থান করছেন তিনি। এর মধ্যে প্রথম ১৬ দিন তিনি ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া ব্যারিকেডে অবরুদ্ধ। তারপর কার্যালয়ের অবরোধ তুলে নেয়া হলেও কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে দফায় দফায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম থেকেই পরিবারের সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা (সিএসএফ) সদস্য ছাড়া কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না।
গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অফিস স্টাফরা। তারাই এখন খালেদা জিয়ার সঙ্গি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম