News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৬, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি, রাজধানীতে বিজয় মিছিলের দাবি

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি, রাজধানীতে বিজয় মিছিলের দাবি

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বিএনপি ঘোষিত বিজয় মিছিলের অংশ হিসেবে জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে মিছিল করার দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বিজ্ঞপ্তিতে জানায়, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত বিজয় মিছিল কর্মসূচীর সমর্থনে রাজধানীর শাহাবাগে মিছিল করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২টার দিকে শাহাবাগ মোড় থেকে একটি মিছিল বাংলামোটরের দিকে রওনা হয়। মিছিলটি হোটেল শেরাটন অতিক্রম করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় আরো একটি বিজয় মিছিল ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবনে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুল বান্না, মুক্তিযোদ্ধা জিয়া হলের মোহসিন ভূইয়া, ঢাকা কলেজের সাফায়েত হোসেন। মিছিল থেকে ছাত্রদল কর্মীরা বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদা জিয়া ও তারেক রহমানের  পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।


ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে একটি বিজয় মিছিল রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহাবাগের দিকে যেতে থাকলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ ও শ্রী রতন বালার নেতৃত্বে দুপুরেও বিজয় মিছিল হয় রাজধানীর মোহাম্মাদপুর কলেজ গেইট এলকায়। এ সময় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রঞ্জু ও নোমানের নেতৃত্বে একটি বিজয় মিছিল হয়।

বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা একটি বিজয় মিছিল করে বনানী সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এ সময় বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জনির নেতৃত্বে ফার্মগেট ইন্দিরা রোডে বিজয় মিছিল হয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সন্ধ্যায় নিউজবাংলাদেশ.কম এ “আহ্বানেই সীমাবদ্ধ!বিজয় মিছিল করেনি বিএনপি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজয় মিছিলের দাবি সম্বলিত ছাত্রদলের এ প্রেস বিজ্ঞপ্তি দেয়া হলো।  

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়