News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৪:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির নৈরাজ্য

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির নৈরাজ্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‍"খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।"

তিনি বলেন, ‍"শেখ হাসিনা যখন দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় খালেদা জিয়া তার দোসর যুদ্ধাপরাধী জামায়াতকে রক্ষার জন্য সারা দেশে হরতাল, অবরোধ এর নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। খালেদা জিয়ার সমস্ত অপচেষ্টাকে প্রতিহত করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার জন্য তিনি ১৪ দলের সমস্থ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।"


মোজাম্মেল হক বলেন, "খালেদা জিয়া যে ৭ দফা কর্মসুচি দিয়েছেন তাতে কৃষক-শ্রমিক-জনতার ভাগ্য উন্নয়নের কোন কথা নেই। তাতে তিনি কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবেন সেটাই তিনি খুজছেন। তিনি তারেক, কোকো’কে কিভাবে বাচাবেন সেটাই তার একমাত্র লক্ষ।"

ঝিনাইদহে ২০ দলের নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিএম মোজাম্মেল হক এমপি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, "জিয়া ট্রাস্টের নামে ৬০ কোটি টাকা বিদেশীরা দিয়েছিল, সেই টাকা তিনি ও তার পরিবার আত্নসাৎ করেছেন। এ ঘটনায় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে তৎকালীন ফখরুদ্দিন, মইন উদ্দিনের তত্বাবধায়ক সরকার।"
 
জেলা শহরের পায়রা চত্তরে আজ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, ন্যাপ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, বাংলাদেশ সাম্যবাদী দলের বিরেন সাহা, জেপির ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগসহ ১৪ দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়