News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

আহ্বানেই সীমাবদ্ধ! বিজয় মিছিল করেনি বিএনপি

আহ্বানেই সীমাবদ্ধ! বিজয় মিছিল করেনি বিএনপি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়াটার ফাইনালে উন্নীত হওয়ায় হরতাল ১২ ঘন্টা শিথিল করলেও রাজধানীতে বিজয় মিছিল করেনি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

ইংল্যান্ডকে বধ করে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়াটার ফাইনালে উঠেছে। এই খুশিতে সারাদেশে বিজয় মিছিল করার জন্য চলমান হরতাল কর্মসূচি ১২ ঘন্টা শিথিল করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল শিথিল করে সারাদেশের নেতাকর্মীকে বিজয় মিছিল করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর কোথাও বিএনপি বা ২০ দলের নেতাকর্মীদের বিজয় মিছিল করার কোন খবর পাওযা যায়নি।

তবে: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে জাতীয় পতাকার মধ্যে জাতীয় ক্রিকেটারদের ছবিসহ অভিনন্দন বার্তা লেখা ব্যানার টাঙাতে গেলে সহ ক্রীড়া সম্পাদক রায়হান আমিন রনিসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।

অপর দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে বিএনপিপন্থী সাংবাদিকদের বিজয় মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জাতীয়  প্রেস ক্লাবের মূলফটক থেকে মিছিলটি হাইকোর্টের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়।

মিছিলের সময় তারা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানায় এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিজয় মিছিল করে।

এসময় সাংবাদিক নেতারা বলেন, “এটা আমাদের কোনো রাজনৈতিক মিছিল নয়। বাংলাদেশের ক্রিকেট দল বিজয় অর্জন করেছে তার জন্য আমরা বিজয় মিছিল বের করেছি।”

বিজয় মিছিলে অংশ নেয়া বিএনপির এক কর্মী জাহিদ জানান, “আসলে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে ধরার জন্য ওৎ পেতে আছে, সে অবস্থায় প্রকাশ্যে বিজয় মিছিলে অংশ নেয়া অসম্ভব। তাই আমরা কয়েকজন সাংবাদিকদের এই মিছিলে অংশ নিয়েছি। কিন্তু রাজধানীতে মিছিল করার কোন খবর পাইনি।”

রাজধানীতে মিছিল না হবার বিষয়টি স্বীকার করে চেয়াপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাদেশকে বলেন,“পুলিশি বাধার মুখে রাজধানীতে তেমনভাবে বিজয় মিছিল না হলেও সারাদেশে হয়েছে। প্রেসক্লাবে সাংবাদিকরা মিছিল করেছে।”

নিউজবাংলাদেশ/আরআরে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়