স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
নাটোর, প্রতিনিধি: অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানাকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকার পান মোকাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার এএসপি জামাল আল নাসের নিউজবাংলাদেশকে জানান, ১১ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন রানা। এর পরপরই তিনি পালিয়ে যান।
সেখান থেকে র্যাব বিদেশি একটি পিস্তল, গুলি, গান পাউডার ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।
জুয়েল দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা তাকে দত্তপাড়া এলাকার পান মোকাম থেকে আটক করে। জুয়েল নিশ্চিতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম