জামায়াতের বিবৃতি
সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান
ঢাকা: গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশবাসীর প্রতি আহ্বান, জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।
শফিকুল বলেন, “এ সংগ্রাম থেকে পেছনে ফেরার কোন সুযোগ নেই। দেশের জনগণের আন্দোলন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।”
রোববার গণমাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, “২০ দলীয় জোটের ঘোষিত গণঅবরোধ, হরতাল ও গণমিছিল শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করে গণঅভ্যুত্থান ঘটিয়ে গণবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণবিচ্ছিন্ন সন্ত্রাসী সরকার রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগ করে ক্ষমতার দাপট দেখিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধে ভর করে অবৈধভাবে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকার ২০দলীয় জোটের নেতা-কর্মীদের বিনা বিচারে হত্যা করছে, গ্রেফতার করে থানায় নিয়ে গুলি করে এবং হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিচ্ছে। স্বৈরাচারী অবৈধ সরকার দেশ থেকে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নির্বাসনে পাঠিয়েছে। দেশের জনগণ গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে মানবাধিকার নিশ্চিত করার জন্য সন্ত্রাসী অবৈধ সরকারের বিরুদ্ধে জীবন পণ সংগ্রাম করছে। এ সংগ্রাম থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই।”
সারাদেশ থেকে রোববারে জামায়াতসহ ২০ দলের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে দাবি করেন তিনি বলেন, “জালেম সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্লাহকে গত ৭ মার্চ দিবাগত রাতে তার বাসা থেকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৭ মার্চ বিকেলে খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুন্সি মিজানুর রহমানকে, আজ ৮ মার্চ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা শওকত আলী, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের একটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর তায়েফ উদ্দিন এবং চট্টগ্রামের হালি শহরের ইসলামী ছাত্রশিবির নেতা শফিকুল মাওলাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এছাড়াও আজ ঢাকা মহানগরী এবং সারাদেশে গণগ্রেফতার অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।”
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম