ঢাকার দুই সিটি নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা
ঢাকা: ঢাকার দুই সিটি করপোরশেন নিবাঁচনে প্রার্থিী ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে পার্টির বনানী কার্যালয়ে এক সভা শেষে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।
ঢাকা উত্তরে বাহাউদ্দিন বাবুল এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনে নাম ঘোষণা করেন এরশাদ।
বাবুল জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের মহাসচিব ও মিলন পার্টির প্রেসিডিয়াম সদস্য।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয় সরকার বিভাগ থেকে সীমানা নির্ধারণী গেজেটসহ নির্বাচন আয়োজনে অনুরোধ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়। এর আগে গত সপ্তাহের মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন দিতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নির্দেশ দেন।
সে অনুযায়ী চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় তাদের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচন কর্মকর্তাদের ধারণা, এপ্রিলের দ্বিতীয়ার্ধে অথবা মে মাসের প্রথম দিকে দুই সিটির ভোট হতে পারে।
নিউজবাংলাাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম