এবার ‘আসল বিএনপি’ প্রার্থী দেবে সিটি নির্বাচনে
ঢাকা মহানগরের সিটি নির্বাচনে ‘আসল বিএনপির’ পক্ষ থেকে দক্ষিণের প্রার্থী হিসেবে বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুস সালামকে মনোনীত করা হয়েছে। প্রার্থী হতে তিনি সম্মতিও দিয়েছেন বলেও জানিয়েছেন ‘আসল বিএনপির’ স্বঘোষিত মুখপাত্র কামরুল হাসান নাসিম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘মূলধারার রাজনীতিতে ফিরবে বিএনপি’ শীর্ষক এক ব্যাতিক্রমধর্মী আলোচনায় এ কথা জানান তিনি।
কামরুল হাসান নাসিম বলেন, ‘আগামী সিটি নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে। আমরা ইতিমধ্যেই ঢাকা দক্ষিণের জন্য আদ্দুস সালামকে প্রার্থী মনোনীত করে ফেলেছি। আমরা ভবিষ্যতে সকল নির্বাচনেও অংশগ্রহণ করব। আর আমাদের মূলধারার বিএনপি বিশ্বাস করে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ একটি উজ্জ্বল রাষ্ট্রে পরিণত হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নাশকতাকারী দল হতে পারে না। স্বাধীনতাবিরোধী শক্তি অন্য কারো স্বার্থসিদ্ধির জন্য কাজ করতে পারে না। আগামী এক বছরের মধ্যে সকল নেতা মূল ধারার বিএনপিতে চলে আসবে এবং ২৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হবে। সেখান থেকে সকল কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অপসারণের ঘোষণা দেবেন। কোন রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে চলতে পারে না।’
বর্তমানে বিএনপির সালাউদ্দিন আহমেদের নামে যে বিবৃতি প্রদান করা হচ্ছে তার সমালোচনা করে কামরুল হাসান বলেন, বিএনপি যে বিবৃতিগুলো সালাউদ্দিন আহমেদের নামে পাঠাচ্ছে, এটা আসলে সালাউদ্দিন আহমেদের লেখা বিবৃতি নয়। তার নামে অন্য কেউ বিবৃতিগুলো দিচ্ছে।
পিএন/
নিউজবাংলাদেশ.কম