আন্দোলনে দেশ অচল, দাবি জামায়াতের
ঢাকা: ২০ দলীয় জোটের নেতৃত্বে দেশের জনগণের আন্দোলনের ফলে গোটা দেশ অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি করেন।
বিবৃতিতে তিনি ২০ দলীয় জোট ঘোষিত গণঅবরোধের পাশাপাশি আগামীকাল ৮ মার্চ রোববার সকাল ৬টা থেকে ১১ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ও গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, “২০ দলীয় জোটের নেতৃত্বে দেশের জনগণের আন্দোলনের ফলে গোটা দেশ অচল হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের আন্দোলন দমনের জন্য সর্বাত্মকভাবে অপচেষ্টা চালিয়েও আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে।”
জামায়াতের এই ভারপ্রাপ্ত সেক্রেটারি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, “ব্যর্থ ও অকার্যকর সরকারের হঠকারিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ অতিষ্ঠ। ব্যর্থ সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ এ নাজুক অবস্থা থেকে মুক্তি চায়।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম