রাজধানী জুড়ে আ.লীগের মিছিলে ককটেল হামলা
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশসহ অন্তত ৮ জন নেতাকর্মী।
শনিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়, শিক্ষা ভবনের সামনে এবং কাওরান বাজারে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শান্তিনগর এলাকায় ককটেল হামলার সময় ওই রাস্তা দিয়েই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলো আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঘটনাস্থলেই দলের ৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন মিছিলকারীরা। ককটেল হামলার পরপরই এক যুবককে আটক করে পুলিশ।
এদিকে দুপুর ৩টার দিকে আওয়ামী লীগের অন্য একটি মিছিল শিক্ষাভবন অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। সেখানে দলের অন্তত ২ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে মৎস্য ভবন মোড় থেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় জনগণ।
প্রায় একই সময়ে রাজধানীর কাওরানবাজার আন্ডারপাসের পাশের সড়কে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মিনিট খানে আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ওই রাস্তা দিয়ে সোহরায়ার্দী উদ্যানের দিকে যায়।
এই হামলায় পুলিশের ১ এসআই আহত হয়েছেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার এসআই জাহিদ। এই ককটেল হামলা সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করেছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম