খালেদার ওয়ারেন্ট কার্যকরের আহবান সুরঞ্জিতের
ঢাকা : আদালত বারবার খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। অথচ সরকার তা কার্যকর করছে না । আদালতের আদেশ কার্যকর না করাটাও আইনের প্রতি অবজ্ঞার শামিল বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আর তাই সরকারকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট কার্যকর করার আহবান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এ আহবান জানান।
“বিএনপি চেয়ারপারসন আইনের প্রতি অশ্রদ্ধা করেছেন”-- এমন অভিযোগ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আমরা আশা করি খালেদা জিয়া আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। তিনি (খালেদা জিয়া) আইন-আদালত মানেন না। নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে আদালতে হাজির না হয়ে দিনের পর দিন অমার্জনীয় অপরাধ করেছেন।”
সরকার ও বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। সর্বোচ্চ আদালতের আদেশ সবাইকে পালন করতে হবে।”
নিউজবাংলোদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম