News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২১, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

জেলা সংবাদদাতা: ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু প্রমুখ। মানব বন্ধনে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও এনজিও সংগঠন অংশ নেয়।

 দিবসটি উপলক্ষে কালীগঞ্জেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে সোনার বাংলা ফাউন্ডেশনের স্টপ ওভার হোমের ছাত্রীসহ বিভিন্ন স্তরের মহিলারা অংশ নেয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার প্রমুখ।

পরে কালীগঞ্জের ছয় দুস্থ ও অসহায় নারীর মধ্যে বিনামূল্যে ছটি সেলাই মেশিন বিতরণ করেন এমপি আনার।

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়