News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ৫ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

জলিলের মৃত্যুর জন্য ‘ওয়ান ইলেভেন’ দায়ী

জলিলের মৃত্যুর জন্য ‘ওয়ান ইলেভেন’ দায়ী

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের মৃত্যুর জন্য ‘ওয়ান ইলেভেন’কে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে প্রয়াত আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনগুলোর একটি হচ্ছে ওয়ান ইলেভেন। যা ২০০৭ সালের ১১ জানুয়ারি সংঘটিত হয়। আট বছর আগের এ দিনে জরুরি অবস্থা জারি করা হয়, যা বহাল ছিলো পরবর্তী দুই বছর।

তোফায়েল আহমেদ বলেন, “ওয়ান ইলিভেনের মধ্যে অনেকের মত আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। ওয়ান ইলিভেনের সময় আব্দুল জলিলকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই ভার তিনি সইতে পারেননি। যেটি তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া সরকার আমাকে গ্রেফতার করে কনডেম সেলে এরশাদ শিকদারের সঙ্গে রেখেছে। অথচ তিনি এখন আদালতে যেতে চান না। এখন তিনি জ্বালাও পোড়াও এর রাজনীতি করছেন। ইজতেমা গামী সাধারণ মুসল্লি, এসএসসি পরীক্ষার্থীদের কথা তার চিন্তায় আসে না। তিনি অবরোধ অব্যাহত রেখেছেন।”

তোফায়েল আহমেদের মত সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও আব্দুল জলিলের মৃত্যুর জন্য ওয়ান-ইলিভেনকে দায়ী বলেন, “আমার ধারণা ওয়ান-ইলিভেনের নির্যাতন তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। তিনি দেশের জন্য নিবেদিত কর্মী ছিলেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাস উদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়