রোববার থেকে ফের হরতালসহ কঠোর কর্মসূচি
ঢাকা: দাবি না মানলে রোববার থেকে আরও হরতালসহ কঠোর কর্মসূচি দেবে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিসহ সকল গণদাবি সরকার ইতোমধ্যে মেনে না নিলে আমরা আবারও আগামী ৮ মার্চ ২০১৫ রোজ রোববার থেকে দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনসহ সব গণদাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান শান্তিপূর্ণ অবরোধসহ গণআন্দোলন অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়।
সালাহউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের বিরুদ্ধে দায়েরকৃত পূর্বেকার সকল মামলা প্রত্যাহার করে নিয়ে এখন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের ভয় দেখাচ্ছেন। বিরোধী দল ও ভিন্নমতকে দলনের হাতিয়ারে পরিণত করে সরকার পুরো বিচার ব্যবস্থাকে জনগণের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কার্যত সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই সরকার জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ, আইন-আদালত, সংসদ ইত্যাদি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এদেশে জনগণের আন্দোলনকে কোন স্বৈরাচারই স্তব্ধ করতে পারেনি, এই অবৈধ সরকারও পারবেনা। মিথ্যা মামলায় একুশে টিভি’র নির্ভীক সাংবাদিক কনক সরোয়ারের গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি ‘
বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত ২০ দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম