রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ, আহত ৪
নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যে যে বিষয় নিয়ে তাদের এ বিক্ষোভ সেগুলো হলো, বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা, স্বৈরাচার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন সংসদ নির্বাচনের দাবি।
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে জানানো জানানো হয়েছে, সকাল ৮টার দিকে ঢাবি’র শামসুন্নাহার হলের সামনে থেকে ছাত্রদলের একটি মিছিল শাহবাগ অভিমুখে রওনা দেয়। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য পেরোলে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
চলমান অবরোধ-হরতাল ও গণমিছিলের সমর্থনে সকাল ৯টার দিকে ঢাবির ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে শহিদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, আল মেহেদী তালুকদার, এফ রহমান হলের ছাত্রদল নেতা জিসান ও শাহবাগ থানার নাঈমসহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে।
এদিকে ছাত্রদলের আরেকটি মিছিল মোকারম ভবনের গেট থেকে শুরু হয়ে শহিদ মিনারের কাছে গেলে পুলিশ বাধা প্রদান করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদলের এক কর্মী আহন হয়। পুলিশ একজনকে গ্রেফতার করে।
রাজধানীর উত্তরায় দুপুরে উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে ছাত্রদল। হাতিরপুলেও মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। সকাল সাড়ে ৭টায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীবের নেতৃত্বে এ মিছিল বের হয়।
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম