সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে
ঢাকা: সরকার আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের পরিবর্তে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, “দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তা বর্তমান স্বৈরাচারী সরকারই সৃষ্টি করেছে। সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু সরকার এ সংকটের রাজনৈতিক সমাধানের পরিবর্তে সংকট জিইয়ে রেখে অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। দেশের জনগণ সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ২০ দলীয় জোটের নেতৃত্বে আন্দোলন অব্যাহত রেখে জালেম সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণের ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সরকার বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনের সমাধি রচনা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটাতে চায়। কিন্তু সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় দমন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকার জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করার জন্য নির্বিচারে মানুষকে হত্যা করছে এবং মানুষের বাড়ি-ঘরে, হামলা, ভাংচুর ও লুটতরাজ চালাচ্ছে। সরকারের এ ফ্যাসিবাদী তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছে।”
রাজধানীসহ দেশের বিভিন্নস্থান থেকে বুধবারও ২০ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করেন জামায়াতের এ নেতা। সরকারকে এ পথ থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে
নিউজবাংলাদেশ.কম