সরকার নিজেই সংকট সৃস্টি করছে
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট
সরকার নিজেই বর্তমান রাজনৈতিক সংকট সৃস্টি করেছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামী এ দাবি করে।
বিবৃতিতে সরকারের একগুঁয়েমি, হঠকারী ও অপরিণামদর্শী কর্মকাণ্ড এবং পরিকল্পিতভাবে মানুষ হত্যা বন্ধ ও জনমতের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে
সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের ন্যায্য ভোটাধিকার হরণ ও পরিকল্পিতভাবে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সংগ্রামী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। বিরোধী দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ উপায়ে পালিত সকল কর্মসূচিতে সরকার
বাধা সৃষ্টি করে একদিকে নিজেরা সংবিধান লঙ্ঘন করছে, অপরদিকে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।’
দেশের চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে জনগণের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। সরকার নিজেই এ সংকট সৃষ্টি করেছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে না করে সরকার জনগণের আন্দোলনকে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করে বিদেশিদের সহানুভূতি পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সে লক্ষ্যেই পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারদের দ্বারা বোমা হামলা চালিয়ে তার দোষ জামায়াত ও ২০ দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’
শফিকুর রহমান বলেন, ‘সরকারের মনে রাখা দরকার জনগণের অধিকার হরণ করে কোন স্বৈরাচারী সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। দেশের বিভিন্ন স্থানে সরকারের পৃষ্ঠপোষকতায় দলীয় ক্যাডাররা পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো সত্ত্বেও সরকার তা অগ্রাহ্য করে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যস্ত।’
তিনি দাবি করেন, সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য জামায়াত ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে বরাবরই ইতিবাচক মনোভাব প্রদর্শন করা হয়েছে।
রোববার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের ২ শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আরও বলেন, ‘আজ আইন-শৃঙ্খলা বাহিনী ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহেরের বাসায় তল্লাসির নামে হয়রানি করেছে। তাহেরের নিজ এলাকা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত নেতা-কর্মীদের ১০টি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাট করেছে।’
কেজেএইচ/
নিউজবাংলাদেশ.কম