News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫০, ১৭ জানুয়ারি ২০২০

৪৮ ঘণ্টার হরতাল চলছে

৪৮ ঘণ্টার হরতাল চলছে

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী হরতাল ৪৮ ঘণ্টার শুরু হয়েছে ।

বুধবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

গতকাল মঙ্গলবার বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৭২ ঘণ্টার হরতাল চলা অবস্থায় কর্মসূচি ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেন। ফলে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার টানা হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

বিবৃতিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণমিছিলের ঘোষণাও দেয়া হয়।

হরতাল বাড়ানোর এ ঘোষণায় চলতি সপ্তাহের সব কর্মদিবসই হরতালের কবলে পড়লো।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস জুড়ে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সপ্তাহের প্রায় সব কর্মদিবসেই হরতাল দিয়েছে বিএনপি। একই সঙ্গে গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী চলছে তাদের টানা অবরোধ।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়