কূটনীতিকদের কথায় পুরনো সুর
ঢাকা : চলমান সহিংসতার পরিস্থিতি কাটিয়ে উঠতে পুরনো সুরেই কথা বললেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাতের পর অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক গণমাধ্যমকে একথা জানান।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ বাংলাদেশে নিযুক্ত অন্তত ১০টি দেশের কূটনীতিক খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান। বৈঠকে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
উল্লেখ্য, ১ মার্চ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় তারা মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টার কিছু পরে একটি সাদা রঙের মাইক্রোবাস খালেদা জিয়ার কার্যালয়ে ঢোকে। গাড়িটিতে এসময় কোনো পতাকা ছিল না।
ওই গাড়িতে বার্নিকাট ছাড়াও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইইউ, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা খালেদা জিয়ার কার্যালয়ে ঢোকেন।
রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা খালেদা জিয়ার কার্যালয়ে ঢোকেন।
অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানান, বাংলাদেশের বন্ধু হিসেবে তারা সহিংসতা বন্ধ করে মানবাধিকার ও গণতন্ত্র অব্যাহত রাখার পক্ষে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অংশীদার হিসেবে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তারা সব পক্ষের কাছেই তাদের প্রত্যাশা প্রকাশ করে যাবেন।
নিউজবাংলাদেশ.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম