News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৮:২৬, ১৭ জানুয়ারি ২০২০

পঞ্চগড়ে আগুন দেয়ার মামলায় ৫ জনের রিমান্ড

পঞ্চগড়ে আগুন দেয়ার মামলায় ৫ জনের রিমান্ড

পঞ্চগড়: পঞ্চগড়ে বাস ও আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পঞ্চগড় থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটক করা জেলা জামায়াতের আমির আলহ্জ আব্দুল খালেক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেনসহ ৫ জনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার রাতে পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা ২০/২১ জনকে আসামি করা হয়েছে।  আসামিরা হলেন, জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, বিএনপি কর্মী মোশারফ হোসেন মুহুরী, ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম বকুল, জেলা ছাত্র শিবিরের সভাপতি নুর আলম সালেহীন ও সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল। এদের মধ্যে পুলিশ ৫ আসামিকে সোমবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় থানার এসআই মোঃ বাবুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-১ এর বিচারক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আগামী ৫ মার্চ রিমান্ড আবেদনের শুনানির দিন নির্ধারণ করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম মমিন ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা ২০/২১ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার ভোররাতে পঞ্চগড় শহরে দুটি বাসে এবং জগদল ও টুনিরহাট আওয়ামীলীগ কার্যালয়ে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়