News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১১:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

রওশনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রওশনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট।

মঙ্গলবার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধীদলীয় নেতা বাংলাদেশে বিনিয়োগ, উন্নয়নের বিভিন্ন দিকসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সমুন্নত রাখা এবং জেন্ডার সমতা নিশ্চিত করণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।
 
তৈরি পোশাকখাত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “এ গুরুত্বপূর্ণ সেক্টরে নারীদের অবদান সবচেয়ে বেশি। এ সেক্টরে বাংলাদেশকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আরও বেশি সহযোগিতা প্রয়োজন।”

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নারীর ক্ষমতায়নসহ নারী অধিকার, নারীদের কর্মসংস্থান এখন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক গভীর দাবি করে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
 
তিনি আরও বলেন, “১০ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুদৃঢ় হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ফখরুল ইমাম, মো. সেলিম উদ্দিন, রওশন আরা মান্নান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিস্কো।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়