জিয়া দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন
ঢাকা: বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক বলেছেন, জিয়াউর রহমান একবার নয় বরং দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একবার চট্টগ্রামের কালুরঘাটে, আরেকবার আওয়ামী লীগের পক্ষে কৌশলগত কারণে স্বাধীনতার ঘোষণা করেন। অতএব জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক- এ কথা অস্বীকার করার কিছু নেই।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধাদের প্রথম অবমূল্যায়ন করেছিল। তাই মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের দায়ভার আওয়ামী লীগের।
২০ দলের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন করতে হলে আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন চলছে এবং চলবেই। সরকারের পতনের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীনগাজী, জাসাসের সাধারণ সম্পাদক শিল্পী মনির খান, পেশাজীবী পরিষদের নেতা ডা. সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই
নিউজবাংলাদেশ.কম