লেভেল প্লেইং ফিল্ড চান খালেদা
ঢাকা: সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড চান বিএনিপ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান শত নাগরিক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন। বের হন সোয়া নয়টার দিকে।
শত নাগরিক কমিটির এই প্রতিনিধি দলটি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোসহ ছয়টি অনুরোধ জানিয়েছিলেন।
তাদের অন্য চাওয়াগুলো ছিলো- গ্রেফতার ও হয়রানিতে থাকা সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী কাজ বাধাহীন করা, কারাবন্দিদের প্রচার কাজে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত, বিরোধী দল সমর্থিতদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ঠেকানো, অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, প্রচারকর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা।
এমাজ উদ্দিন বলেন, “আমরা নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে যেসব বিষয়ের জন্য অনুরোধ জানিয়েছিলাম, বিএনপি চেয়ারপারসন সেসব বিষয়ের সঙ্গে একমত।”
তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ হলে বিএনপি নির্বাচনে যাবে। আমরা নির্বাচনের পরিবেশ সৃস্টির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। বেগম জিয়াও আমাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা লক্ষ্য করছি না।”
তিনি বলেন, “খালেদা জিয়া চান, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয়।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম