সিটি নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা তারেকের
ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ ও কৌশল হিসেবেই আসন্ন সিটি নির্বাচনে লড়াইয়ে বিএনপি থাকবে বলে তিনি জানান।
শিগগিরই তিনি দলের নেতাকর্মীদের সামনে হাজির হবেন বলেও জানান।
লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম