News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

বিএনপির রিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির রিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে তার পক্ষে এক আইনজীবী মনোনয়নপত্র তোলেন।
 
বিএনপির অন্য নেতাদের মতো রিপনও মনোনয়ন তুলতে নিজে উপস্থিত হননি।
 
এ নিয়ে ঢাকা দক্ষিণে বিএনপির পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এরা হচ্ছেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহানগরের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার এবং বিএনপি সমর্থিত শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
 
ঢাকা উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু, বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
উল্লেখ্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মার্চ এবং  ৯ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়