News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৫, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

হিটলারের মতো খালেদা মানুষ হত্যা করছে

হিটলারের মতো খালেদা মানুষ হত্যা করছে

ঢাকা: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গ্যাস চেম্বারে হিটলার যেভাবে মানুষ হত্যা করত, খালেদা জিয়াও সে ধারা অনুসরণ করে মানুষ হত্যা করছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডেরেশনের জাতীয় সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাত গণতন্ত্রকে হত্যা করেছে। খালেদাসহ তাদের সকল নেতাকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ফেডারেশনের আহাবায়ক শাহজাহান খান বলেন, বেগম জিয়া ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ শহীদ মিনারে যাননি। তাহলে আপনি (খালেদা) কোথায় যাবেন, পাকিস্তান? আপনি পাকিস্তান যাওয়ার জন্য তৈরী হন, আমরা শ্রমিক-জনতা আপনার পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দিব।

এদিকে সম্মেলনে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছে ফেডারেশন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডেরেশন এর সভাপতি আলাম খান বলেন, বর্তমান বাজারে পণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার মান বেড়ে গেছে। অথচ শ্রমিকদের মজুরি এখনও আগের মতোই আছে। সরকারের কাছে আমাদের আবেদন শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা করা হোক।

সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন। সম্পাদকীয় প্রতিবেদনে শ্রমিকদের অধিকার এবং কর্ম পরিস্থিতিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

শ্রমিকদের সব দাবিই পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দেন শাজাহান খান।

সম্মেলনে বিশেষ অথিতি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা। অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন রাশিদ, সলিডারিটি সেন্টারের কান্ট্রি ডিরেক্টর এঙ্গেল গ্লান সুসান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়