মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী মো. শাহ আলম এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির তিন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন। অন্য দু’জন হলেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সদস্যসচিব আবুল বাশার। এছাড়া বিএনপি একটি শিক্ষক সংগঠনের প্রধান অধ্যক্ষ সেলিম ভুঁইয়াও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম