News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনে যাবে বিএনপি

লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনে যাবে বিএনপি

ঢাকা : লেভেল প্লেইং ফিল্ড হলে বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে নেয়াকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, আন্দোলন ও নির্বাচন একে অন্যের পরিপূরক। তাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে বিএনপি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল।  সিটি করপোরশন নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে তাই লেভেল প্লেইং ফিল্ড হলে আমরা নির্বাচনে যাব। দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবার অংশগ্রহণে  জাতীয় নির্বাচন আগে দরকার।

তিনি বলেন, সিটি নির্বাচনে সব প্রার্থীকে প্রচার প্রচারণায় সমান সুযোগ করে দিতে হবে। যেসব নেতাকর্মীরা মামলা ও গ্রেফতারের ভয়ে আত্মগোপনে আছে তাদের বের হওয়ার সুযোগ দিতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সংসদ চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। এ সরকারের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসীকে সাথে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন করছে। এ আন্দোলন বিএনপির নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষার আন্দোলন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিল। দুর্ভাগ্যের বিষয় হলো স্বাধীনতার ৪৪ বছরের সত্যিকারের গণতন্ত্র পাইনি। দেশে আজ গণতন্ত্র বিপন্ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি ভাইসচেয়ারম্যান এয়ার ভাইসমার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়