News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

প্রতিদিন ১২ জনকে হত্যার অভিযোগ জামায়াতের

প্রতিদিন ১২ জনকে হত্যার অভিযোগ জামায়াতের

ঢাকা: সারাদেশে প্রতিদিন গড়ে ১২ জনকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করছে। বেছে বেছে নেতাকর্মীদের খুন ও গুম করা হচ্ছে। দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। প্রতিদিন গড়ে ১২ জন মানুষকে হত্যা করা হচ্ছে।”

শফিকুর রহমান বলেন,“দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। সর্বত্রই উদ্বেগ এবং উৎকণ্ঠা। দেশের অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় উপনীত। সরকারেরে খামখেয়ালিপনা ও একগুঁয়েমির কারণে উন্নতি-অগ্রগতি স্তব্ধ হয়ে পড়েছে। জনমনে বিরাজ করছে ভয়াবহ আতঙ্ক।”
 
রহমান বলেন, ‘‘বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংলাপের মাধ্যমে সংকট নিরসনে সরকারকে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও গণতান্ত্রিক বিশ্ব বারবার সরকারের প্রতি আহবান জানিয়ে আসছেন। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না।"

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান  জানিয়ে তিনি বলেন, ‘‘রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাময়িকভাবে জনগণের কণ্ঠ রোধ করা সম্ভব হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।”

জামায়াত সেক্রেটারি বলেন, ‘‘বাংলাদেশের ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক-সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সহিংস আন্দোলন হিসেবে চিহ্নিত করার যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের জনগণ তার কখনো বাস্তবায়ন হতে দেবে না।”

মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত দাবি করে দেশবাসীর ‍উদ্দেশে তিনি বলেন,“এ স্বৈরাচারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য দেশের আপামর জনতার প্রতি আহবান জানাচ্ছি।”

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়