২০ দলের অবরোধ-হরতাল জনগণ প্রত্যাখান করেছে
ঝিনাইদহ: ২০ দলের ডাকা অবরোধ-হরতাল জনগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্নেলন উদ্ভোধনকালে তিনি কথা বলেন।
তিনি বলেন, “দেশে নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নাশকতা দমনে তারাই কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মেদ আত্মগোপনে রয়েছেন না অপহৃত হয়েছেন তা আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।”
বুধবার স্থানীয় ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্নেলন আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবীর নানক এমপি, কেন্দ্রীয় নেতা ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ জেলার নেতৃবৃন্দ।
জেলার ৬টি উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সম্নেলনে উপস্থিত ছিলেন। দলীয় সুত্রে জানা যায়, সম্নেলনের দ্বিতীয় অধিবেশন শেষে কমিটির নাম ঘোষনা করা হবে।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ২৫ অক্টোবর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্নেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৯ বছর পর বুধবার পূনরায় জেলা আওয়ামী লীগের এ সম্নেলন অনুষ্ঠিত হলো।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম