স্বাধীনতা দিবসেও বিএনপির অবরোধ বহাল!
ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে হরতাল কর্মসূচি না দিলেও চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
বুধবার গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীতে দেশবাসীকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে ২০ দলীয় জোট দৃঢ়সংকল্পবদ্ধ।”
এর আগে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বুলু চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল না দিয়ে বুধবার বিক্ষোভ কর্মসূচি ও স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির কথা জানিয়েছিলেন।
অপরদিকে বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ২৬ মার্চ কোনো হরতাল কর্মসূচি দেয়নি বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, “তা পরিস্থিতির ওপর নির্ভর করে। আমি এ ব্যাপারে কিছু জানি না।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম