বিএনপির বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত রাতে
ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের দাওয়াতে বৃহস্পতিবার বঙ্গভবনে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিএনপি।
বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ২১ জনকে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াত দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে অনুষ্ঠানে যোগ দেয়া না দেয়া বিষয়টি নিয়ে আলোচনা চলছে গুলশান কার্যালয়ে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে যাবার জন্য বিএনপির ২১ নেতাকে দাওয়াত দিয়েছেন।
অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি নিয়ে সন্ধ্যায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আগামীকাল বঙ্গভবনের অনুষ্ঠানে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে আজ রাতের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া।”
তবে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
বুধবার ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাসসুদ্দিন দিদার।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম