খালেদাকে নাসিম
‘নির্বাচন করতে চাইলে বলুন ভুল হয়ে গেছে’
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া আপনি একদিকে বোমা মারবেন, আরেকদিকে নির্বাচনের কথা বলবেন তা হয়না। নির্বাচন যদি করতে চান তাহলে বলুন আপনার ভুল হয়ে গেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া ও বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, “আপনাদের এই ৬০-৬৫ দিনের হরতাল-অবরোধে মানুষকে হত্যা করেছেন, কিন্তু মানুষের মন জয় লাভ করতে পারেননি। আপনি গত দুই মাসে দেশে যে জ্বালাও পোড়াও করেছেন তার জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
ডিসিসি নির্বাচন নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সমর্থন দিয়েছেন ১৪ দল তার পাশে থাকবে এবং তাদের হয়ে কাজ করবে। এই নির্বাচন আগের মতই নিরপেক্ষ হবে।”
সেদিন খুব বেশি দূরে নয়। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে আসবেন। কারণ এছাড়া খালেদা জিয়ার কাছে আর কোন বিকল্প পথ নেই বলেও মন্তব্য করেন নাসিম।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আয়োজক সংগঠনের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আব্দুল লতিফ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম
নিউজবাংলাদেশ.কম