News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৫, ১৮ জানুয়ারি ২০২০

‘মুক্তিযুদ্ধের চেতনা কি খায়, না মাথায় মাখে’

‘মুক্তিযুদ্ধের চেতনা কি খায়, না মাথায় মাখে’

ঢাকা: জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, “রক্তে ভেজা বাংলার মাটি থেকে হারিয়ে যাওয়া সালাহউদ্দিন, ইলিয়াসদের অনাথ সন্তানদের জিজ্ঞাসা, ‘মুক্তিযুদ্ধের চেতনা কি খায়, না মাথায় মাখে’?”

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্বাধীনতা সংগ্রামে লাখো শহীদের রুহের কাছে ক্ষমা প্রার্থনা করে একথা বলেছেন।

প্রধান বলেন, “গণতন্ত্র, সমতা ও মানবাধিকারের লক্ষ্য অর্জনে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, আজ স্বাধীনতার ৪৪ বছরেও আমরা সেই লক্ষ্য অর্জনের ধারে কাছে পৌঁছতে পারি নাই। যন্ত্রণাবিদ্ধ, শহীদী আত্মা বিপন্ন বিস্ময়ে দেখছে, তাদের স্বপ্নের সোনার বাংলায় গণতন্ত্র নিহত, স্বাধীনতা লুণ্ঠিত ও মানবাধিকার প্রতিদিন ক্রসফায়ারে প্রাণ হারাচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত প্রতিকারহীন ফেলানীর গুলিবিদ্ধ লাশ। রক্তে ভেজা বাংলার মাটি থেকে হারিয়ে যাওয়া সালাহউদ্দিন, ইলিয়াসদের অনাথ সন্তানদের জিজ্ঞাসা, ‘মুক্তিযুদ্ধের চেতনা কি খায়, না মাথায় মাখে? স্বাধীনতা যুদ্ধের উত্তরাধিকার হিসেবে এই অন্তহীন প্রশ্নের জবাব দেবার যোগ্যতাও আমরা হারিয়েছি।”
 
তিনি বলেন, “এক অদৃশ্য অশুভ শক্তির ইশারায় সম্ভাবনাময় জাতিকে আমরা কসাইর মত খণ্ড-বিখণ্ড ও টুকরো টুকরো করেছি। অপসৃয়মান অতীতের ধ্বংসাবশেষ যারা, বর্তমান অবস্থাকে টিকিয়ে রেখে তাদের নগদ প্রাপ্তি হতে পারে। কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের কি হবে? কোনোকিছু প্রাপ্তির আশা না করে জাতির যে দামাল ছেলেরা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে জাতি কখনোই কৃতদাসের শাসন কিংবা ভিনদেশিদের অঙ্গুলি হেলনে চলতে পারে না।”
 
প্রধান বলেন, “একাত্তর ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াই। ২০১৫ সাল হচ্ছে, স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। লাখো শহিদের উচ্চারণহীন লাখো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হোক, ‘তোমাদের অর্জন বৃথা যাবে না, বৃথা হতে দেয়া হবে না’।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়