News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২০, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৫, ১৮ জানুয়ারি ২০২০

তৃতীয় শক্তি উত্থানের ভয়ে মান্নাকে গ্রেফতার করা হয়েছে

তৃতীয় শক্তি উত্থানের ভয়ে মান্নাকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা: আ স ম আব্দুর রব বলেছেন, “সরকার তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে ওঠার ভয়েই মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে।”

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজনে ‘স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় জাসদ (রব) সভাপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মান্না একজন উদীয়মান জাতীয় নেতা। সে দেশ ও  সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করা দূরের কথা, ষড়যন্ত্রের কথা শুনতেও পারে না। তাই সরকারকে বলবো, মান্না যদি অপরাধী হয় তার বিচার  করুন। কিন্তু তাকে আটকে রাখার অধিকার সরকারের নাই।”

মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, “রাজনৈতিক নেতার সাথে রাজনৈতিক আচরণ করুন। রাজনৈতিক নেতার সাথে ক্রিমিনালের আচরণ করবেন না।”
 
তিনি আরও বলেন,“রাজাকার যেমন কখনও মুক্তিযোদ্ধা হতে পারে না। ঠিক তেমনি, আওয়ামী লীগ কখনোই গনতান্ত্রিক দল হতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে বলবো গুম, খুন, হত্যা নির্যাতনের রাজনীতি করে বেশিদিন টিকতে পারবেন না। গণতন্ত্র রক্ষার জন্য এই সরকারকে বিদায় করতে হবে।”

মুজিবনগর সরকার নিয়ে সরকারের উপদেষ্টার মন্তব্যের প্রতি ধিক্কার জানিয়ে তিনে বলেন, “মুজিবনগর সরকার যদি না থাকতো, তাহলে চার নেতা খুন হলো কেন? ইতিহাস না জানা এই উপদেষ্টার প্রতি ধিক্কার।”

অ্যাভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. সুকুমল বড়ুয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ডা. জাফর উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্য সদস্য কাজী ইসলাম উদ্দিন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়