News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৫, ১৮ জানুয়ারি ২০২০

স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য দরকার: ন্যাপ

স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য দরকার: ন্যাপ

ঢাকা: স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

বুধবার মহান স্বাধীনতার ৪৪তম বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া একথা বলেন।

বিবৃতিতে আগামীকাল (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য দেশবাসী ও দলের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৭টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দলের ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

অন্য এক বিবৃতিতে, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া দলের সবস্তরের শাখাকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়