সিটি নির্বাচন বিএনপির জন্য সুযোগ: হাছান মাহমুদ
ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বিএনপির জন্য ভুল শোধরানোর সুযোগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জঙ্গি তৎপরতা, সন্ত্রাস ও পেট্রোলবোমা নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে বিএনপি হিমালয় সমান ভুল করেছে। সিটি নির্বাচন তাদের সেই ভুল শোধরানোর সুযোগ এনে দিয়েছে। আশা করি বিএনপি সে সুযোগ গ্রহণ করবে।”
তিনি বিএনপির উদ্দেশে বলেন, “সিটি নির্বাচন সরকারের প্রভাবমুক্ত অবাধ, নিরেপক্ষ হবে। আপনারা উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন। এই নির্বাচনেও অংশ নিন, জয় পাবেন।”
ব্যারিস্টার জাকির আহম্মাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, হেদায়েতুল ইসলাম স্বপন, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এজে
নিউজবাংলাদেশ.কম