News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৫, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

খালেদা জিয়া আপনি ভুল করেছিলেন: নাজমুল হুদা

খালেদা জিয়া আপনি ভুল করেছিলেন: নাজমুল হুদা

ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছেন বলে মন্তব্য করেছেন বিএনএর চেয়ারম্যান ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছিলেন। নির্বাচনে গেলে আপনি জয়ী হতে পারতেন। জনগণের সমর্থন পেতেন।”

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সম্মেলন থেকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনএ সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নাজমুল হুদা এ সময় আরও বলেন, “বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানাচ্ছি, আপনারা নির্বাচনে আসেন। নির্বাচনে না গিয়ে সুস্থ পরিবেশের দাবি করলে তা সমর্থন যোগ্য হবে না।”

তিনি বলেন, “নির্বাচন করতে করতেই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হয়। নির্বাচন বর্জন করে আন্দোলন করা যায় না। তাই খালেদা জিয়ার প্রতি আহবান জানাচ্ছি, আপনি ডিসিসি নির্বাচনে আপনার সমর্থন দিন। আপনার প্রার্থী দিন।”

নাজমুল হুদা এ সময় আরও বলেন, “বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ডিসিসি নির্বাচনে যাবে। তাই বিএনএ সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করছি। এ নির্বাচন নিরপেক্ষ না হলে আমরা আন্দোলনে যাব।”

সংবাদ সম্মেলনে বিএনএ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী হিসেবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আবু হামিদুর রেজা খান ভাসানী এবং উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে শেখ শহিদুর জামানের নাম ঘোষণা করা হয়।

সমর্থন পাওয়া মেয়রপ্রার্থীরা নিজেদের যোগ্য হিসবে দাবি করে সমাজের উন্নায়ন কাজে অংশগ্রহণ করার জন্য নির্বাচন করছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনএর কেন্দ্রীয় নেতারা।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়