News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

সালাহ উদ্দিনের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

সালাহ উদ্দিনের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ

ঢাকা: বাংলাদেশে মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। 

সোমবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

নিখোঁজ হওয়া এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে বন্ধ হয় সেজন্য একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায় পার্লামেন্ট।

বিবৃতিতে ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গও উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে আরো অনেকে নিখোঁজ হয়েছেন যাদের কোনো হদিস পাওয়া যায়নি।

বিবৃতিতে সালাহ উদ্দিন নিখোঁজের ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক উদ্বেগের কথাও উল্লেখ করে ব্রিটিশ পার্লামেন্ট। এইচআরডব্লিউ তাদের বিবৃতিতে বলেছিল, বিরোধী নেতাকর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার অতীত ইতিহাস রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা (র‌্যাব) বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠছে বারবার।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়