News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

দালালির নয়, ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের: আমু

দালালির নয়, ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের: আমু

ঢাকা: ভারতের সঙ্গে কোন ধরনের দালালির সম্পর্ক নয়, সম্পর্ক বন্ধুত্বের বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। মঙ্গলবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আমির হোসেন আমু ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বের। এদেশের জনগণের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সূচিত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণ মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলো। ভারতের সঙ্গে দালালির সম্পর্কের কোনো প্রশ্নই আসে না।”

শিল্পমন্ত্রী বলেন, “যারা ভারতের সঙ্গে দালালির সম্পর্কের কথা বলে, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করে। মুক্তিযুদ্ধের সহায়ক শক্তিকে আঘাত করার মধ্য দিয়ে এদেশকে নব্য পাকিস্তানে রূপান্তরিত করার চেষ্টা চলছে।”

শিল্পমন্ত্রী বলেন, “এদেশে যা কিছু দৃষ্টিনন্দন অর্জন, তার সবই বঙ্গবন্ধুর অবদান। ১৯৫৬ সালে বঙ্গবন্ধু শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন বিভাগের মন্ত্রী থাকা কালে বাংলাদেশে শিল্পায়নসহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের সূচনা করেন। পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যত অগ্রগতি অর্জন করেছে, তাও আওয়ামী লীগ সরকারের অবদান।”

শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন ও সুষেণ চন্দ্র দাস, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়