সালাহ উদ্দিনের খোঁজে ডিএমপির সার্চ কমিটি গঠন
বিএনপি যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পেতে প্রশাসনের চৌকশ ৫ সদস্যের সমন্নয়ে একটি সার্চ কামিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
একজন যুগ্ম কমিশনারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
তথ্যটি ডিএমপির গণমাধ্যম শাখার এডিসি ইফতেখারুজ্জামান নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাদেশকে জানান, “সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যেমন সালাহ উদ্দিন আহমেদকে খুঁজবে অন্যদিকে তিনি আত্মগোপনে থেকে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখবে।”
গোয়েন্দা পুলিশসূত্রে জানা গেছে, পুলিশ সালাহ উদ্দিনের পরিবারসহ ঘনিষ্ঠ জনদের নজরদারিতে রাখছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েক নেতাকেও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপহরণচক্রের বিষয়েও অনুসন্ধান কাজ চলছে।
এছাড়া আগেই বিদেশে পালিয়ে গিয়ে তার নামে অন্য কেউ বিবৃতি দিতো কিনা বা বিবৃতিগুলো সত্যি সত্যিই সালাহ উদ্দিনের তরফ থেকে দেয়া হতো কিনা, সে বিষয়ে পর্যালোচনা অব্যাহত রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরনো কোনো শত্রুতা নিখোঁজ হওয়ার সাথে সম্পৃক্ত কিনা সে বিষয়েও অনুসন্ধান চলছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে সে অভিযোগ নাকচ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম