News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৭, ১৭ জানুয়ারি ২০২০

ফালুর মুক্তি দাবিতে মানববন্ধন

ফালুর মুক্তি দাবিতে মানববন্ধন

ঢাকা: মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা ।  

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আলহাজ মোসাদ্দেক আলী ফালু মুক্তি পরিষদ এ মানববন্ধন  আয়োজন করে।

মাবনবন্ধনে বক্তারা বলেন, “মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার করে সরকার ভুল করেছে। সরকারের উচিত অবিলম্বে ফালুকে মুক্তি দেওয়া।”

বক্তারা ফালুর নিঃশর্ত  মুক্তি দাবি করে বলেন, “মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, নাহলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তি পরিষদ যু্গ্ম আহবায়ক অধ্যাপক ড. জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম, শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, ড্যাব নেতা ডা. এসএম রকিবুল ইসলাম বাচ্চু প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়